নাসিরনগরে স্ত্রীর হাতে স্বামী খুন

0 2

nasirhottaনাসিরনগর সংবাদদাতাঃ  ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামে স্ত্রীর হাতে অসুস্থ স্বামী কবিরাজ নূর আহাম্মদ(৬৫) খুনের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। সকালে পুলিশ ঘটনা স্থল পরির্দশন করে ওই ঘটায় জড়িত থাকার সন্দেহে নিহতের মেয়ের জামাই হরিপুর ইউনিয়নের সংকরাদহ গ্রামের মোঃ মনুজ মিয়া(৩৮) কে আটক করেছে। জানা গেছে নূর আহাম্মদ ব্রাক্ষণবাড়িয়া সদরে থেকে দীর্ঘ দিন যাবৎ কবিরাজী ব্যবসা করত। নিহতের স্ত্রী কুলসুমার সাথে মনোমালিন্য ছিল। মাঝে নূর আহাম্মদ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তার পায়ে অপারেশন করে। তার পর থেকে নূর আহাম্মদ হুইল চেয়ার ছাড়া নিজে হাটতে এবং চলাফেরা করতে পারতনা। নিহতের ছোট ভাই মোঃ হোসাইন এবং চাচাত ভাই মোঃ অলি মিয়া চাচাত বোন রেহেনা বেগমের ভাষ্য মতে নূর আহাম্মদের স্ত্রী কুলসুমা বেগম মেয়ের জামাই মনুজ মিয়া, মেয়ে সহ পাচ ছয়জন মিলে নূর আহাম্মদকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে জানান। এ বিষয়ে নিহতের ছোট ভাই হোসেন মিয়া বাদী হয়ে নিয়মিত হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন সুমন বলেন বিষয়টি রহস্যজন তবে ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা বলা যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares