নাসিরনগরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মত-বিনিময় সভা অনুষ্ঠিত

0 2

এম.ডি.মুরাদ, নাসিরনগর প্রতিনিধিঃ  শারদীয় দূর্গোৎসব সুষ্ঠ ও যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ১৪৬টি পূজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

শনিবার ১৩ অক্টোবর সকাল ১১.৩০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজল জ্যোতি দত্ত, নাসিরনগর সরকারী কলেজ অধ্যক্ষ আলমগীল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন,সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম,হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান, আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ জ্যোতি প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১৪৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩০অক্টোবরের ঘটনা হতে আমাদের শিক্ষা নিতে হবে। নাসিরনগরে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। অসাম্প্রদায়িক নাসিরনগর শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। তিনি আরো বলেন, ‘ধর্ম যার যার ,উৎসব সবার’। বর্তমান সরকার হিন্দুদের নিরাপত্তায় বিশেষ ভাবে গুরত্ব দিচ্ছেন।

উল্লেখ্য এবছর নাসিরনগরে ১৩টি ইউনিয়নে ১৪৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে ২য় বৃহত্তম পূজা মন্ডপ নাসিরনগরে। সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী ৫ স্থরের নিরাপত্তা নিয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares