নাসিরনগরে র্দুধষ ডাকাতি,আহত ৬ জন

0 2

1405160594নাসিরনগর সংবাদদতা(ব্রাহ্মণবাড়িয়া) ॥ নাসিরনগর উপজেলার সাতিযাইন হতে আসার পথে আতুকুড়া গ্রামের ব্রিজের কাছে এক র্দুর্ধষ ডাকাতির কবলে পড়ে কয়েকটি সিএনজি ও মালবাহী টমটম। এ সময় ডাকাতের অর্তকিত হামলায় গুরতর আহত হয় ফান্দাউকের নাইম, শ্রীগরের বাছির,নাসিরনগরের ডেকোরের্টাস ব্যবসায়ী সিরাজ মিয়া সহ বেশ কয়েকজন যাত্রী। ডাকাতরা তার কাছ থেকে নগদ টাকা সহ অন্যান্য মালামাল লুটে নেয়। গতকাল বুধবার রাত ৮টার সময় সাতিয়াইন হতে আসার পথে আতুকুড়া গ্রামের একটি ব্রিজের কাছে আসলে ওতপেতে থাকা একদল ১০/১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এবং তাদের শরীরের পড়নে থাকা জামা কাপড় সহ খলে নিয়ে যায়।
উল্লে­খ্য যে, আসংখাজনক অবস্থায় একজনকে নাসিরনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares