নাসিরনগরে দু’টি শিশু পাওয়া গেছে

0 2

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে ::  জেলার নাসিরনগরে দু’টি শিশু পাওয়া গেছে। যাদের পরিচয় বা আত্মীয় স্বজনকে খুঁজছে পুলিশ। বিউটি ৭ বছর এবং অন্যজনের নাম বর্ষা ৪ বছর। তারা ঠিকানা কিছুই বলতে পারেনা।

নাসিরনগর থানা এজহার সূত্রে জানা যায়, ২৫ নভেম্বর , রাত অনুমান ০৭.৩০ টায় কুন্ডা ইউনিয়নের আলী আহাম্মদ কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগাম হতে বাড়িতে আসার পথে চাতলপাড় ইউনিয়নের দূর্গাপুর এসে দেখতে পায় দু’টি শিশু কান্নাকাটি করছে। তখন আহাম্মদ তাদের বাড়ি ঘরের খুজ খবর নিতে চাইলে তারা কিছুই বলতে পারেনি। তখন বৃদ্ধ আহাম্মাদ শিশু দুটিকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসেন এবং তাদের সেবাশুশ্রূষা করে নাসিরনগর থানা হেফাজতে পাঠিয়ে দেন।

তাদের গায়ের রং কাল। উচ্চতা অনুমান ৩ ফুট ও ২ ফুট আড়াই ইঞ্চি। তাদের পাওয়ার সময় গায়ে ছিল নীল ও আকাশী রংয়ের জামা এবং লাল হাফ প্যান্ট পরা।

যদি কোন সহৃদয়বান এই (ছবিতে প্রদর্শিত) শিশু দু’টিকে চিনে বা জেনে থাকেন তাহলে নাসিরনগর থানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (মোঃ আলী আহম্মদ মোবাঃ, 01745292297

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares