নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া অনুষ্ঠিত

0 1

মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ ‘দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি উপলক্ষে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ৯ মার্চ নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ভূমিকম্পে করণীয় উদ্ধার অভিযান প্রদর্শন ও আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করে। এতে শিক্ষার্থীরাও অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, নাসিরনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, অরবিন্দু গোপ,লিটন কুমার, আব্দুল মজিদ,আসাদুর রহমান,নজরুল ইসলাম, চন্দন কুমার দেব সহ সকল শিক্ষক ছাত্রছাত্রীরা উপস্থিত থেকে মহড়ায় অংশগ্রহণ ও উপভোগ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares