নাসিরনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0 4

SAM_4224নাসিরনগর সংবাদদাতাঃ: ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সোমবার দুপুর ১২টায় নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। নাসিরনগর উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানার সভাপতিত্বে ও সুমন ভট্রার্চায অমরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ কনের্ল অবঃ গোলাম নূর,গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,ডাঃ রায়হানুল হক, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিযাকত আব্বাস টিপু,তথ্য সম্পাদক মোজাম্মেল হক জুরান,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,খাজা মোল্লা, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফারুকুজ্জামান,সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,আসাদুজ্জামান চৌধুরী,অরুন জ্যোতি ভট্রার্চায প্রমূখ। অনুষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলার ১৩ ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা নাসিরনগর উপজেলা ছাত্রলীগকে আরো বেগবান করার পাশাপাশি যুদ্ধ অপরাধীদের বিচার, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবী সহ ৫ জানুয়ারীকে গনতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালনের উপর গুরত্ব দেয়া হয়

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares