নাসিরনগরে চিকিৎসা সহায়তা চেক প্রদান করলেন এমপি সংগ্রাম

0 2

মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা:: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৬ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা কার্যালয়ের এককালীন এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত মঙ্গলবার (২৩ এপ্রিল ) দুপুরে নাসিরনগর ডাকবাংলোতে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

চেক হস্তান্তরের সময় এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, টাকার অভাবে যারা দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা করতে পারছেন না তাদের জন্য এ সরকার চিকিৎসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেক রোগীদের মাঝে এককালীন ৫০ হাজার টাকা তার চিকিৎসার জন্য তুলে দিতে পারছেন। যাতে করে সেই রোগী চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি, তাহমিনা আক্তার। উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares