নাসিরনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

0 1

এম ডি মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা, মোরগ লড়াই ও সাপ খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন লোকজ মেলা উপলক্ষে এসব খেলার আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। খেলা দেখতে উপজেলা সদরসহ আশপাশ এলাকার লোকজন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছুটে আসে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল কবীর জানান, সারা দেশের ন্যায় প্রথম বারের মতো ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী উন্নয়ন র‌্যালী, সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা উপলক্ষে এসব খেলার আয়োজন করা হয়। লাঠি খেলায় পার্শ্ববর্তী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামের এরশাদ আলীর নেতৃত্বে আটটি দল অংশ নেয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares