নাসিরনগরে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

0 1

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে::  ‘উন্নয়নের অভিযাত্রা অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাসিরনগরে ৩ দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে এ মেলা উদ্বোধন করেন।
এর আগে সকাল ৯টায় নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসউদ পারভেজ মজুমদার। শোভাযাত্রায় সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মেলায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি জনগণকে বিভিন্ন ধরনের সরকারি সেবা প্রদান করা হয়। এ ছাড়া তিন দিনের এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফিউদ্দিন আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আনিছুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুমন ভৌমিক,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুনজ্যোতি ,উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম ভুইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাতুব্বর রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত)রায়হান উদ্দিন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্সমিডিয়ার প্রতিনিধি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares