নাসিরনগরে ঈদ-ই-মিলাদুন্নবী জশনে জুলুস পালিত

0 1

index1নাসিরনগর সংবাদদাতাঃ নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। ১৪৪৫ বছর আগে আরবী ৫৭০ খ্রিষ্টাব্দে এই দিনে জন্মগহণ করেছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ ও শেষ নবী হযরত মুহাম্মদ(সা:)। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) এর জন্ম ও ওফাতের দিবস হিসেবে পালিত হয় এদিনটি। দেশের অন্যান্য স্থানের মত নাসিরনগরেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।
এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় নাসিরনগরের বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী মিছিল সহকারে নাসিরনগর ডিগ্রী মহাবিদ্যালয় খেলার মাঠে সমবেত হয়। পরে এক বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা সভাপতি পীরজাদা মাওলানা মুফতী মোঃ আলাউদ্দিন আল কাদরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা: রাফি উদ্দিন, পীরজাদা সিরাজুল ইসলাম কনা মিয়া, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, মাওলানা আতাউর রহমান গিলমান,পীরজাদা হরযত মাওলানা কুতুবুল আজিজ ও মাওলানা কাউছার আহমেদ প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares