নাসিরনগরে ইসলামী এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

0 4

মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতা:: জেলার নাসিরনগরের দত্তবাড়ি মার্কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার ২৮ এপ্রিল বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, মুক্তিযুদ্ধা আব্দুল বাকি,নাসিরনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, নাসিরনগরে মাত্র দুটি ব্যাংক রয়েছে। সরকারী দুটি ব্যাংকে গ্রাহক সঠিক ভাবে সেবা পাচ্ছেনা। তাই ইসলামী ব্যাংকিং শাখা চালু হওয়ায় এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি ও কষ্ট লাঘব হবে। এবং নাসিরনগর ব্যাংকিং শাখার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মানবসেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষের পাশে থাকতে হবে। জনগণকে যেন কোনো প্রকার ভোগান্তি বা হয়রানি হতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares