নাসিরনগরে অপহরণকারীদের বিরোদ্ধে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকী

0 2

humkiনাসিরনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধিঃÑকলেজছাত্রী অপহরণের ঘটনায় আদালতে মামলা নং২/১৬ করে বিপাকে বাদী। মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি গ্রামে।

মামলা ও অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে,ছাত্রীর পিতার সাথে টাকা পয়সার লেনদেন কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। চৈয়ারকুড়ি গ্রামের মোঃ জহিরল ইসলাম(বাচ্চু) মিয়ার সাথে তার প্রতিবেশী সৌদি প্রবাসী মোঃ মোর্শেদ মিয়ার টাকা পয়সার লেনদেন রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মোর্শেদ মিয়া তার দলবল নিয়ে জহিরলের কলেজ পড়–য়া সুন্দরী মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে জহিরলের লোকজন মেয়েটিকে উদ্বার করে। পরে মেয়ের বাবা জহিরুল হক ব্রাক্ষনবাড়িয়ার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে যাহার নং ২/১৬। আদালত আসামীদের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। মামলার পর থেকে প্রভাবশালী আসামীদের ভয়ে মেয়েটি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। আসামীরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজন কে প্রাণনাশের অব্যাহত হুমকি দিয়ে আসছে বলে বাদী মোঃ জহিরল ইসলাম জানায়। ওই ঘটনায় আবারো জহিরুল নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares