নারী দিবস উপলক্ষে নাসিরনগরে মানববন্ধন

0 2

মুরাদ মৃধা, নাসিরনগর  সংবাদদাতাঃ  বুধবার ৬ মার্চ বেলা ১১টায় নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরের সামনে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল কবির,নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,সদর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম প্রমুখ।

পরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ২ দিন ব্যাপী পিঠা মেলা ও ব্লক,বাটিক স্কীন প্রিন্টের কাপড়ের বিভিন্ন প্রদর্শনীর উদ্ভোধন করা হয়। এসময় প্রায় ৫০ ধরনের পিঠা প্রদর্শন করাসহ দেয়ালে সাঁটানো ছিল বিভিন্ন রং বে-রংএর নারীদের হাতের তৈরি জামা-কাপড়।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নাসিরনগরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এবারে নারী দিবসের স্লোগান ছিল ‘সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো।’

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares