ধরমণ্ডল ঐক্য পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

0 2

নিজস্ব প্রতিবেদক::নাসিরনগর উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে, “ধরমণ্ডল ঐক্য পরিষদের” উদ্যোগে, মুজিববর্ষ উপলক্ষ্যে, ধরমণ্ডল মুক্তি সড়কের দু’পাশে এক হাজার বৃক্ষরোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

ধরমণ্ডল ঐক্য পরিষদের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমণ্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  মোঃ বাহার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমণ্ডল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, রেজওয়ান উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শাহজাহান তালুকদার, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি, ফরহাদ আলম, অনলাইন ইয়ুথ সামিট প্রেসিডেন্ট’স স্কাউট প্রতীক দত্ত।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধরমণ্ডল একতা যুব সংস্থার সভাপতি, মোঃ জুনাইদ আহমেদ, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি, রিয়াজ উদ্দিনে আহমেদ বাবুল, স্বপ্নছায়া মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, জামাল আহমেদ, বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক, ফয়সল মোঃ জেবেল নূর, ধরমণ্ডল ঐক্য পরিষদের সহ-সভাপতি, ডাঃ মুজিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক, সোহাগ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক, আব্দুল বাছির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ মিয়া প্রমূখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares