ডাকাতির কবলে নাসিরনগরের ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ

0 2

নাসিরনগর সংবাদদাতা॥ নাসিরনগর উপজেলার ভলাকুট ইউপি চেয়ারম্যান বাকী বিলাহ জুয়েল ডাকাতির কবলে পড়েন । এ সময় ডাকাতের অর্তকিত হামলায় চেয়ারম্যারসহ দুই জন আহত হয়েছে। ডাকাতরা তার কাছ থেকে নগদ এক লক্ষ টাকা,একটি আইফোন-৬,স্বর্ণের আংটি ও অন্যান্য মালামাল লুটে নেয়। সোমবার সন্ধ্যায় কুন্ডা-ভলাকুট সড়কে ভিটুইÑকাহেতুরা মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে।

মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করলে ইউপি চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল বলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটর সাইকেলে ভলাকুট আসার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুন্ডা-ভলাকুট সড়কে ভিটুই কাহেতুরা মধ্যবর্তী স্থানে ১০/১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল আমার গতিরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুলাই একই স্থানে দৈনিক সকালের খবরের সাব-এডিটর সোহরাব আলম শান্তের ছোট ভাই নাসিরনগর উপজেলার ভলাকুট গ্রামের বাসিন্দা মোঃ আতাব মিয়ার পুত্র বদিউল আলম সাকিবের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির সংঘটিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares