টাউট উচ্ছেদ অভিযানে টাউট গ্রেফতার

0 2

মুরাদ মৃধা,নাসিরনগর হতে:: আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে ঢাকা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ নামে এক টাউট আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

১ মে বুধবার ঢাকা জজ কোর্ট আদালত প্রাঙ্গনে ঝটিকা অভিযানে মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগকে আটক করা হয়।

আটক মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের মনু মিয়ার ছেলে।
মোবাইল ফোনে কথা হয় ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিলের সাথে। তিনি এ প্রতিনিধিকে জানান, মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ এখন পর্যন্ত আইন পাশ করে নাই তার পরও বিগত ৩-৪ বছর যাবত আইনজীবী পরিচয় দিয়ে কোর্টে গাউন পরে আদালতে শুনানি করে। তিনি আরো জানান মামলা রিসিভ করার সময় হাতেনাতে আটক হয় সে। পরে তাকে পুলিশে সোপর্দ করে থানা হাজতে পাঠানো হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares