গোয়ালনগরের মানুষ যাদের বুক দেয়া তাদের কখনো পিঠ দেয়না:: নির্বাচনী সভায় বিএম ফরহাদ হোসেন সংগ্রাম 

0 3

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:  ‘গোয়ালনগরের মানুষ যাদের বুক দেয়া তাদের কখনো পিঠ দেয়না’। গোয়ালনগরের মানুষ সহজ সরল প্রকৃতির। গত উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে তারা বিপুল ভোটে বিজয়ী করেছে।  এবারও তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে ভোট দিবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোয়ালনগর ইউনিয়নে বান্নাীর ঘাট মাঠে জনসভায় এক বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এ কথা বলেন। তিনি আরো বলেন, আবারও আপনাদের সেবা করার সুযোগ পেলে যোগাযোগব্যবস্থা, শিক্ষা,স্বাস্থ্যসহ অন্যান্য ক্ষেত্রে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
বৃহস্পতিবার বিকালে গোয়ালনগর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়ন সভাপতি ডাঃ খিরন মিয়ার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীব কুমার,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহিম, এড,জাহাঙ্গীর, শ্রীবাস ডাক্তার,শহীদ মাষ্টার প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares