কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অসুস্থ রাজেশের পাশে নাসিরনগরের ইউএনও, আরো সহায়তা প্রয়োজন
এম.ডি.মুরাদ মৃধা : নাসিরনগর ঘোষপাড়ার সন্তান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজেশের পাশে দাড়িয়েছেন নাসিরনগরের সদাশয় মানুষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় রাজেশের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজেশের বাসায় ছুটে যান তিনি। একান্তে বসে রাজেশের খোঁজ খবর নেন। এসময় তিনি তার পরিবারের লোকজনের সাথেও কথা বলেন। পাশাপাশি প্রশাসনের পক্ষথেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রসঙ্গত, সোমবার রাজেশের চিকিৎসা ব্যয় পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসার তাঁর বেতনের টাকার অর্ধেক অনুদান দিয়ে দেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের (২০১৪-২০১৫ সেশন) মেধাবী শিক্ষার্থী রাজেশের দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় কিডনি প্রতিস্থাপন,অপারেশন ও নিয়মিত ডায়ালাইসিস এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।