সরাইলে ঢিলেঢালা হরতাল পালিত

0 1

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জামায়াত শিবিরের ডাকা রোববারের হরতাল ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। উপজেলা সদরের চেয়ে মহাড়কে বেশী পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। সকাল ১০টায় স্থানীয় জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি মিছিল বের হয়। মিছিলে যুবদল ও ছাত্রদরের ২/৩ জন নেতা অংশ গ্রহন করেছেন। তবে সদরের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যাংক লেনদেন ছিল স্বাভাবিক। অফিস আদালতে হরতালের কোন প্রভাব পড়েনি। মহাসড়কে  বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীর চেয়ে পিকেটিং এ স্থানীয় মাদ্রাসা পড়–য়া ছাত্রদের তৎপরতা ছিল চোখে পড়ার মত। মাদ্রাসার ছাত্র ও হুজুরা সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। পিকেটারদের হাতে ছিল বিভিন্ন ধরনের লাঠি। তারা মহাসড়কের বিশ্বরোড মোড়, ইসলামাবাদ ও শাহবাজপুরে ইট, গাছ ও টেবিল দিয়ে বেরিকেট সৃষ্টি করে। সড়কে দূর পাল্লার কোন গাড়ি চলাচল করেনি। মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, টেম্পু ও সিএনজি অটোরিক্সা দেখা মাত্র আটকে দিয়ে ভাংচুর করেছে। তাদের হাত থেকে রেহায় পায়নি রোগীবহনকারী এ্যাম্বুলেন্স, সংবাদপত্র বহনকারী মাইক্রো বাসও। দুপুর একটায় মহাসড়কে দাঁড়িয়ে যোহর নামাজের আজান দেয় ইসলামী দলের নেতৃবৃন্ধ। বিশ্বরোড মোড় জামে মসজিদের মাত্র ১০ গজ দূরে মহাসড়কের উপর তারা জামায়তের মাধ্যমে যোহর নামাজ আদায় করে। নামাজের পর আবারও তারা বাস ট্রাক ভাংচুরে মেতে উঠে। তবে নাশকতা রোধে সকাল থেকেই স্থানীয় পুলিশ প্রশাসন ছিল সতর্ক অবস্থানে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares