সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

0 1
সরাইলে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জেনারেটারের বিল দেওয়া নিয়ে ওই ইউনিয়নের মুন্সিহাটি এলাকার বাসিন্দা বোরহান মিয়া এবং মনির মিয়ার মধ্যে বিকেলে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় ওই গ্রামের ফকির মিয়ার গোষ্ঠী এবং মন্দাআলীর গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।এসময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে সংঘর্ষে লিপ্ত হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি স্বাভাবিক করে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গিয়াস উদ্দিন  জানান, বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares