সরাইলে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্তা গৃহবধুর আত্মহত্যা
সরাইল প্রতিনিধি ॥ সরাইলে গলায় ফাঁস লাগিয়ে অন্তঃসত্তা এক গৃহবধু আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, উপজেলার লোপাড়া গ্রামের নোয়াব মিয়ার পুত্র সাদু মিয়ার (২৫) সাথে সাত মাস পূর্বে একই ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার কন্যা জেসমিন বেগমের (১৮)বিয়ে হয়। স্বামী স্ত্রী দুজনই আপন খালাত ভাই বোন। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক ভাল যাচ্ছিল না। পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকেল নিজের শাড়ি কাপড় বসত ঘরের তীরে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে গৃহবধু জেসমিন। ঘটনার পর পর নিহত জেসমিনের স্বামী সহ সকল পুরুষ লোক বাড়ি ছেড়ে পালিয়েছে। সরাইল থানার উপ- পরিদর্শক ( এস আই) মোঃ শহিদ বলেন, বিষয়টি এইমাত্র জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। |