সরাইলে সাজাপ্রাপ্ত ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউপি সদস্য ফতেহ আলী (৫৫) কে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৩টায় ইউনিয়নের আইরল (ঠাকুর বাড়ির) কুদরত আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নোয়াগাও ইউনিয়ন পরিষদের ৯নং সদস্য সে বছিউড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, সিলেট ফেঞ্চিগঞ্জের মেসার্স মোতালিব ব্রীক্স থেকে ২০২০ সালে শ্রমিক পাঠানোর কথা বলে ২৭ লক্ষ টাকা আনেন ফতেহ আলী। শ্রমিক না পাঠিয়ে টাকা ফেরত দেননি তিনি। পরে মেসার্স মোতালিব ব্রিক্স মালিক আদালতে মামলা করলে আদালত তাকে ১ বছরের সাজা ও ২৭ লক্ষ্য টাকা জরিমানা করেন।
এদিকে ফতেহ আলী সাজা এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা রয়েছে সেই মামলা ১ বছরের সাজা ও ২৭ লক্ষ টাকা সাজাপ্রাপ্ত হয়েছে। আজ তাকে সরাইল থানা পুলিশ গ্রেতার করেছে। পরে তাকে জেলা আদালতে প্রেরণ করি।