৫ বছর পর সরাইল বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি!
মোহাম্ম্দ মাসুদ, সরাইল ॥ দীর্ঘ ৫ বছর পর সরাইল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ অক্টোবর মঙ্গলবার অ্যাডভোকেট আব্দুর রহমানকে সভাপতি, মো. আনোয়ার হোসেন (মাষ্টার) কে সম্পাদক, মো. আশরাফুল করিম রিপন ও সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৮৭ সদস্যের সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপি।
দলীয় সূত্র জানায়, গত ২০১৪ খ্রিষ্টাব্দের প্রথম দিকে সভাপতি ও সম্পাদক দিয়ে মাত্র ২ সদস্যের কমিটি ঘোষণা দেয় জেলা কমিটি। এর ২ বছর পর সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দিয়ে ৫ সদস্যের কমিটি অনুমোদন পায়। ৫ সদস্যের কমিটি দিয়ে পার হয়ে যায় আরো ৩ বছর। নানা চড়াই ওতড়ায় ও প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে ১৮৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) ও সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন।