১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১৭৫ বোতল হুইস্কি আটক

0 2

25-1-16ডেস্ক ২৪::অদ্য ২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ১৭৫ বোতল হুইস্কি আটক করা হয়েছে।

২৫ জানুয়ারি ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় কসবা বিওপি’র জুনিয়র কর্মকর্তা সুবেদার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫০ বোতল হুইস্কি আটক করা হয়েছে। এছাড়া গত রাতে একই উপজেলার গোসাইপুর সীমান্ত এলাকা হতে কাজিয়াতলী সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ১৩ বোতল এবং গোসাইস্থল সীমান্ত ফাঁড়ীর টহল দল কর্তৃক ১২ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares