সরাইল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালে অনুষ্ঠিতব্য এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক মাবজমিন পত্রিকার নির্বাহী সম্পাদক শামীমুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, সাংবাদিক জাবেদ রহিম বিজনসহ অন্যান্যরা। এসময় পিটিআই সদস্য সহ স্থানিয় গন্যম্যাণ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ ও ফুল দিয়ে বিদায় জানানো হয়। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।