সরাইল ইউনিয়ন পরিষদ উপর্নিবাচনে জাতীয় পার্টির পথসভা

0 1

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের উপনির্বাচন আগামী ২০ অক্টোবর উপলক্ষে জাতীয়পার্টির পথসভার আয়োজন করা হয়েছে। এতে উপজেলার চুন্টা ইউনিয়নের জাতীয়পার্টি থেকে লাঙ্গল মার্কায় হাজী বাহার মিয়াকে মনোনিত করা হয়েছে।
গতকাল বিকাল ৫টায় চুন্টা স্কুল মাঠে হাজারো জনতার উপস্থিতে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দু‘বারের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয়পার্টির যুগ্নমহাসচিব মো. আবদুল হামিদ খান ভাসানি ও জাতীয়পার্টির মনোনিত পার্থী হাজী মো. বাহার মিয়া ।
সম্প্রতি, উপজেলার চুন্টা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত র্নিবাচিত চেয়ারম্যন ছিলেন ইঞ্জিনিয়ার শাহজাহান মিয়া , তিনি গত ১০ জুলাই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন । তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১৫ সেপ্টেম্বর উপনির্বাচনের জন্য তফসিল ঘোষনা হয়। আগামী ২০ অক্টোবর উপর্নিবাচন অনুষ্টিত হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares