সরাইল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত

0 1

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের ওবায়দুল্লাহ রোডের পাশে খোয়াল পাড় হাজী দৌলত খান মার্কেটের পাশে সরকারি খাল ভরাট করে দোকান নির্মাণ করে ব্যাবসা চালিয়ে যাচ্ছেন কিছু অসাধু লোক।

গত বুধবার বিকালে থেকে সন্ধ্যা র্পযন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালান । এসময় সরাইল থানার ওসি( তদন্ত) মোঃ নুরুল হক সংগীয় ফোর্স উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

সড়কের পাশে সরকারি খাল ভরাট করে দোকান নির্মাণ করার দায়ে তিন দোকানী কে জরিমানা করা হয়। এসময় ক্ষুদ্র মুদি দোকানী জয়নাল মিয়া কে ৮০০শত টাকা, চায়ের দোকানী সাইদুল ইসলাম কে ৭০০শত টাকা এবং অনুমোদন বিহীন করাত কল চালানোর দায়ে ছাদেক মিয়াকে ১০০০হাজার টাকা জরিমানা করা হয়।পরে নির্বাহী কর্মকর্তা প্রত্যেক কে সতর্ক করে দেন ।

নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বলেন, পুনরায় যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক করেন। তিনি বলেন পানি চলাচলের জন্য খাল রাখতে হবে কোন ভাবেই খাল ভরাট করে দোকান নির্মাণ করা যাবে না।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares