সরাইলে স্কুল ছাত্রীকে ইভটিজিং বখাটের ৮ মাসের জেল

0 1

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করায় শিমুল (২৭) নামের এক বখাটেকে ৮ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত শনিবার সন্ধ্যায় কালীকচ্ছ বারৈইজীবি পাড়ায় ইভটিজিং-এর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী। নির্বাচনী পরীক্ষা দিচ্ছে। শনিবার পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে বারৈইজীবি পাড়া এলাকার রবি উল্লাহর বখাটে ছেলে শিমুল ওই ছাত্রীর শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। শাররীক ভাবে ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লোকজন বখাটেকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। ঘটনাস্থলে হাজির হন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত। ভ্রাম্যমান আদালতে বখাটে তার অপরাধ স্বীকার করায় ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares