সরাইলে শ্রমিকসহ দুইজনের লাশ উদ্ধার

0 3

মোহাম্মদ মাসুদ : সরাইলে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পানিশ্বর ও কালিকচ্ছ ইউনিয়ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টাঙ্গাইলের বেগুনতাল গ্রামের আইয়ুব আলীর ছেলে পানিশ্বর ইউনিয়নের শান্তিনগরের একটি অটো রাইস মিলে কর্মরত ছিলেন। সকালে স্থানীয় একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক মেহেদী নামে অপর এক শ্রমিককে আটক করা হয়েছে।

এদিকে, কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার আকাশী হাওর থেকে নবী হোসেন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত নবী হোসেন ধরন্তী ডেঙ্গাহাটি এলাকার জলিল মিয়ার ছেলে। জানা গেছে, রাতে তার ভাইয়ের সাথে মাছ ধরতে গিয়ে নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হন নবী। পরে সকালে ফায়ার সার্ভিসে সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares