সরাইলে শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি

0 2

8.-dakatiমোহাম্মদ মাসুদ, সরাইল :সরাইলে মধ্যপ্রাচ্য প্রবাসীর বসত বাড়িতে প্রথমে অজ্ঞান ও পরে পল্লবী (০২) নামের কন্যা শিশুকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ঘোষ পাড়ায় নকুল চন্দ্র বিশ্বাসের (৫৫) বাড়িতে দূর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটেছে।
সংসদ সদস্যের বাড়ির ২’শ গজ পশ্চিমে নকুলের বাড়ি। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ওই বাড়ি পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ও স্থানীয় লোকজন জানায়, নকুল চন্দ্র ঘোষের দুই ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী। মঙ্গলবার সোনালী ব্যাংক সরাইল শাখা থেকে ছেলের পাঠানো ৪৫ হাজার টাকা উত্তোলন করেছিলেন নকুল চন্দ্র। রাত তিনটার দিকে নকুল চন্দ্রের বসত ঘরে প্রবেশ করে মুখোশ পড়া ৭-৮ জনের সংঘবদ্ধ একদল ডাকাত। তারা নকুল চন্দ্র ও তার স্ত্রী শরশ্বতী রাণী ঘোষ (৪৭) কে তুলার সাথে ক্যামিকেল মিশিয়ে অজ্ঞান করে ফেলে। পরে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নকুলের প্রবাসী ছেলে রনীর কন্যা শিশু পল্লবীকে জিম্মি করে ফেলে। ইচ্ছেমত ওয়ার্ডোব ও আলমিরার তালা ভেঙ্গে কম্বল কাপড় ছোপড়সহ মূল্যবান জিনিষ পত্র নিয়ে যায়। এ ছাড়া ২১ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন ও দেড় ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতরা শিশু পল্লবীকে রেখে যায়।

গৃহকর্তা নকুল চন্দ্র ঘোষ বলেন, মনে হচ্ছে নগদ টাকাটার জন্যই ডাকাতরা এসেছিল। প্রতিবেশী একজনের ঋণ দিনের বেলায়ই পরিশোধ করে ফেলেছিলাম। আমার স্ত্রীর গলা থেকে টান মেরে স্বর্ণের চেইনটা নিয়ে গেছে। ডাকাতদের ফেলে যাওয়া কিছু যন্ত্রপাতি পুলিশ নিয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে নকুলের জনৈক প্রতিবেশী জানান, ডাকাতরা লোমহর্ষক একটি ঘটনা ঘটিয়েছে। আত্মসম্মান রক্ষার্থে বিষয়টি বলা যাবে না।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, নকুল চন্দ্রের বাড়ির ঘটনাটি ডাকাতি নয়, চুরি। তারপরও খোঁজ খবর নিয়ে দেখছি

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares