সরাইলে শিক্ষক দম্পতির শিশু পুত্রকে অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি

0 2

opoharan173

মোহাম্মদ মাসুদ, সরাইল :: সরাইলে মুঠোফোনে এক শিক্ষক দম্পতির শিশু পুত্রকে (৬) অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুর পিতা সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আইয়ুব খান।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দক্ষিণ কালীকচ্ছ গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক মো.আইয়ুব খান শিক্ষকতার পাশাপাশি ১৫-১৬ বছর ধরে জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকায় স্থানীয় উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন। তিনি সরাইল প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করছেন। তাঁর স্ত্রী হোসনেআরা বেগম কালীকচ্ছ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। দুর্বৃত্তরা গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে আইয়ুব খানের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলের কিংবা বিষয়টি কাউকে জানালে তাঁর শিশু পুত্রকে যেকোনো সময় অপহরণের হুমকি দেয়। একই কথা বলে গতকাল মঙ্গলবারও একাধিকবার ফোন করে।

মো.আইয়ুব খান কান্না জড়িত কণ্ঠে বলেন,‘আমরা সামান্য আয়ের মানুষ, জীবনেও ভাবিনি এ রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমার পরিবারের সদস্যরা খুব ভয়ের মধ্যে আছি।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘মুঠোফোনে হুমকিদাতাকে চি‎হ্নিত করার প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, গত দেড় বছরে সরাইল উপজেলায় অন্তত ১৫/১৬ টি আপহরণের ঘটনা ঘটেছে। যাদের অধিকাংশই শিশু। এর মধ্যে মুক্তিপণ দেওয়ার পরও উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের দরিদ্র রফিকুল হকের ছেলে জুনায়েদ মিয়াকে ২০১৪ সালের সেপ্টেম্বরে র হত্যা করে অপহরণকারীরা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares