সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0 1

RayerBazar-BoddhoVhumi-lbox-485x238-dddসরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার পানিশ্বরবাসী শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন। গতকাল বিকাল ৫টায় পানিশ্বর বাজার এলাকায় শহীদ বুৃদ্ধিজীবীদের স্মরণ করে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার পানিশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দিন ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সহসভাপতি স্বেচ্চাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি ও জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক মইন উদ্দিন মইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. নাজমুল হোসেন, যুগ্নআহবায়ক এড. আবদুর রাশেদ আওয়ামীলীগ নেতা ফরহাদ রহমান মাক্কি প্রমূখ ।
বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর রাতে সভ্যতার ইতিহাসে রচিত হয় এক কালো অধ্যায়। জঘণ্যতম বর্বর আক্রমণকালে তাদের প্রথম টার্গেটে পরিণত হন জাতির মেধাবী সন্তান স্বাধীনতা সংগ্রামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিভীষিকাময় সেই রাতে শহীদ হন হাজার হাজার মানুষ। পাকিস্তানী বাহিনী দেশপ্রেমিক বাঙালি সৈনিক, অফিসার ও বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বাঙালির বিজয় সূচিত হওয়ার পর থেকে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares