সরাইলে শতাধিক জাপা ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতির বিএনপিতে যোগদান




পরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষুতারা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনু মিয়া ও একই ইউনিয়নের চাকসার উত্তর পাড়ার জাপা নেতা মো: সেলিম মিয়ার নেতৃত্বে চাকসার উত্তরপাড়ার মিরছিদ আলী, রজব আলী, বাবুল মিয়া, আজিজ মিয়া, সিরাজ মিয়া, আক্তার হোসেন, আমির আলী, আব্দুস সহিদ, মনসুর মিয়া, হাসমত মিয়া, নুর ইসলাম, কেফায়েত উল্লাহ, হানিফ মিয়া, মানিক মিয়া, কবির মিয়া, জজ মিয়া, ছায়েদ মিয়া, আব্দুল্লাহ, মনির মিয়া, হুমায়ূন মিয়া, হোসেন মিয়া, দৌলত পাড়ার কাপ্তান মিয়া ও গলানিয়া গ্রামের হেলাল মিয়াসহ শতাধিক জাপা নেতা-কর্মী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এমপির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ সময় ছাত্রদল নেতা তানভীর আহমেদ শিহান, মীর ওয়ালীদ উদ্দিন, হৃদয় লস্কর, আল আমিন হোসেন, আকরাম, সবুজসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
« আলহাজ্ব এড. হুমায়ন কবীর সারাজীবন জনবান্ধব মানুষ এবং রাজনীতিবিদ হিসেবে গণমুখী রাজনীতি করে গেছেন —মোকতাদির চৌধুরী এমপি (পূর্বের সংবাদ)