সরাইলে মে দিবস উদযাপিত

0 1

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ আজ পহেলা মে। বিশ্বের কোটি কোটি শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’ আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন।

এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যলী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদ খালিদ জামিল খানের পরিচালনায় শ্রমিক হেলালের কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথি ও সভাপতি শ্রমজীবি মানুষকে ফুল দিয়ে বরণ করেনেন। উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. মোসার সভাপতিত্েেব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আবু হানিফ, বক্তব্য রাখেন সরাইল উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, উপজেলা জাতীয় শ্রমিকলীগে আহবায়ক মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাইক্রোস্টেনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares