সরাইলে মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ আহত ১০
সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত একটি নৌকা ডুবে মুসলিম মিয়া (৩০) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মেঘনা নদীর সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘঠেছে। স্থানীয় সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে উপজোলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আকতার মিয়া মাঝি ইঞ্জিন চালিত একটি নৌকায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে উপজেলার পানিশ্বর বাজার থেকে আশুগঞ্জে যাচ্ছিল। কিছুক্ষণ পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারে সাথে ধাক্কা লেগে
নৌকাটি ডুবে যায়। এতে মুসলিম মিয়া নিখোঁজ রয়েছেন। মুসলিম মিয়া পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে।