সরাইলে মুক্তিযোদ্ধাদের উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে
সরাইল প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুক্তিযোদ্ধাদের কে উপজেলা পরিষদ কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সংর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য অ্যডভোকেট জিয়াউল হক মৃধা ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলী, উপজেলা চেয়ারম্যান এড. আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধা আবদুল হালিম, , সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যন রফিক উদ্দিন ঠাকুর , উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহবায়ক মুক্তিযুদ্ধা এড আবদুর রাশেদ, অতিরিক্ত সচিব মুক্তিযুদ্ধা ফরহাদ রহমান মাক্কি, মুক্তিযুদ্ধা ডেপুটিকমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ।