সরাইলে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মানববন্ধন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃসরাইলে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে মানববন্ধন করেছে স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ব্যবস্থাপনা পরিষদের সদস্যদের নেতৃত্বে আজ সোমবার সকাল ১০টায় তারা সরাইলের প্রধান সড়কে অবস্থান নেয়। ১৫ মিনিট চলে এ মানববন্ধন। মানববন্ধনে শিক্ষার্থীরা মাদকের বিরোদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এক সময় শিক্ষার্থীদের এ কর্মসূচীতে উপস্থিত হন অনুষ্টানের প্রধান অথিতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, বিশেষ অতিথি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদ খালেদ জামিল খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান , যে কোন উপায়ে মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। মাদকের ভয়াল থাবায় আমাদের ভবিষ্যৎ সম্পদ যুব সমাজ ধ্বংস হচ্ছে। সমাজে বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই সংঘাত ও সংঘর্ষ।