সরাইলে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

0 1

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের হাওর অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রাস্তা উন্নয়নের সমীক্ষা যাচাই, পরিবেশ ও সামাজিক অবস্থার প্রভার নিরুপন বিষয়ক’ মতবিনিময় সভা হয়েছে।

 বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা। পানি সম্পদ মন্ত্রণালয়ভুক্ত ট্রাস্টি সংস্থার পরামর্শক সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এই মতবিনিময় সভায়র আয়েজন করে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিইজিআইএস এর গভেষক মনিরুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল বারিক, সরাইল সদর ইউপিনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চুন্টা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, পানিশ্বর ইউপি দ্বীন ইসলাম।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares