সরাইলে বাবলু-আসিফ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত

0 11

Brahmanbaria Cricket tournament final Pic 18-12-2015

মহান বিজয় দিবস উপলক্ষে সরাইলের দেওড়া ফ্রেন্ডস্ ইউনিয়ন আয়োজিত বাবলু-আসিফ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আশরাফ আহাম্মেদ চৌধূরী সুমনের সভাপতিত্বে ও নুরুল আযম চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শরিফ উদ্দিন ফানু, আলী রেজা, হিমু চৌধূরী, নাসির মিয়া, হাসনাত খান, আরিফুল ইসলাম বুলবুল, মানিক মিয়া, সুজন খন্দকার, খালেদ মোশাররফ চৌধূরী। এ সময় স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বন্ধন একাদশকে পরাজিত করে সিগমা বয়েস ক্লাব জয়লাভ করে। টুর্ণামেন্টের সেরা খোলায়ার নির্বাচিত হয় নাজিম। পরে অতিথিবৃন্দ খোলায়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর আগে ২০১১ সালে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জেলা ছাত্রলীগ নেতা নরুল আসিফ চৌধূরী ও ফ্রেন্ডস্ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বাবলু চৌধূরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares