সরাইলে বন্দুক ও কার্তুজসহ দুই নৌ ডাকাতকে আটক করে পুলিশে দিল জনতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই নৌ-ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল হক বলেন, তারা দুজন ডাকাতি করা গরু বিক্রি করে কিশোরগঞ্জের দিকে নৌ পথে যাচ্ছিল। এ সময় অন্য যাত্রীদের সন্দেহ হলে তাদের আটক করে। খবর পেয়ে স্থানীয় অরুয়াইল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী এলাকার শাহিন কাদির (২৮) ও একই এলাকার জহির মিয়া (২৫)। আটক ডাকাতদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।