সরাইলে পুকুরে বিষ দিয়ে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

0 0

মোহাম্মদ মাসুদ : সরাইলে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের বাসিন্দা রাজকুমার ভৌমিকের ছেলে পিন্টু ভৌমিকের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটেছে।

সোমবার সকালে সরেজমিনে পুকুর পাড়ে গিয়ে দেখা মিলে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী পিন্টুভৌমিক সহ স্থানীয় অনেকের সঙ্গে।

এ সময় রুই, কাতলা, বিগ্রেড,সিলভার কাপ,তেলাপিয়া, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ত্রিশ লক্ষটাকার মাছ বিষ প্রয়োগে নিধন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্যচাষী পিন্টু।

পিন্টু বলেন, ১৭ বছর ধরে মাছ চাষ করি। নিজ গ্রামেে পশ্চিমপাড়ার বড়পুকুরটি লিজ নিয়ে চাষ করি ৮/৯ বছর যাবৎ। রবিবার দিবাগত মধ্য রাতে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে এই পুকুরে আসলে পুকুরে মাছ মরে পানিতে ভাসতে দেখা যায়। তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংক সহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে মৎস্য চাষ করে থাকি। বিষ প্রয়োগে মাছ মেরে আমার সর্বনাশ করেছে।

পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য হরিবিলাশ মজুমদার বলেন, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে। ঘটনার তদন্ত দাবি করেন তিনি।

এদিকে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ দায়ের করেন মৎস্য চাষী পিন্টু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরওয়ার উদ্দীন বলেন- এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares