সরাইলে পিকআপভ্যান চাপা এক স্কুলছাত্র নিহত

0 2

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিকআপভ্যানের চাপায় শাহ তাজ উদ্দিন মাহী (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের আলীনগর গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাহী সরাইল মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার সৌদি প্রবাসী শাহ মোহাম্মদ সোহাগের একমাত্র ছেলে।
ঘটনাস্থল থেকে চালকসহ পিকআপভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, বাড়ি থেকে সকালে মাহী প্রাইভেট পড়ার জন্য বের হয়। সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বেপরোয়া মাছবাহী পিকআপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে চালকসহ পিকআপভ্যানটি আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares