সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

0 3

মোহাম্মদ মাসুদ : সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১৫জন আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রবিবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাতে আঁখিতারা বাজারে চায়ের দোকানে মো: আব্বাস উদ্দিন এর ছেলে মামুন খান ও একই এলাকার মো: আরব আলীর ছেলে মাহমুদের বাক বিতন্ডা হয়। এর জের ধরে রবিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে । ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে ১৫ জন আহত হয়। পরে সরাইল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ, এমরানুল ইসলাম বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares