সরাইলে জাতীয় সমবায় দিবস উদযাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে শনিবার সকালে উপজেলা সমবায় অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার(অদা:)মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: আলমগীর হোসাইন । এছাড়া আরো বক্তব্য রাখেন সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায়ের চেয়ারম্যান মো: আবু কাউছার ঠাকুর রুবেল, সরাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুর রাশেদ , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ আহম্মেদ, সরাইল উপজেলা আওয়ামীলীগের নেতা মোস্তাফিজুর রহমান , মৎস্যজীবি দুর্ঘা চরন প্রমুখ।