সরাইলে জাতীয় পার্টির সম্মেলন

0 1

jatio-party-ershadসরাইল প্রতিনিধি । ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িযার ২ এর সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি । গত শুক্রবার বিকালে কালীকচ্ছ ইউনিয়নের উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিঠির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। জেলা জাতীয় পাটির সদস্য মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন মাষ্টারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা যুগ্ন-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান লাভলু, সদস্য সচিব সন্মেলন প্রস্ততি কমিঠি এমদাদুল হক সালেক, সরাইল উপজেলা সদস্য সচিব হুমাযুন কবির , আহবায়ক জাতীয় পার্টির আশুগঞ্জ উপজেলার জহিরুল ইসলাম, জাতীয়পাঠির জেলা সহ-সভাপতি রহমত হোসেন ও কেন্দ্রীয় নিবার্হী কমিঠি ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল হামিদ ভাসানী প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares