সরাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0 1

sarail pic 10সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত । গত মঙ্গলবার উপজেলা মিলনায়তনে সকাল ১০.৩০টা র‌্যলি ও আলোচনা সভার অয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এর উদ্যোগে যথাযথভাবে এ দিবসটি পালিত হয়েছে। অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা । অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি রহমত হোসেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হুমায়ুন কবির সহ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এড. জিয়াউল হক মৃধা এমপি বলেন, প্রতি বছর এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর মাসে প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেশি ঘটে। এ দিবসটি পালনের মাধ্যমে আসন্ন দুর্যোগ সম্পর্কে জনগণের সচেতনতা এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস ও প্র¯তুতি মূলক কার্যক্রমের সামর্থ্য বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬’ উদ্যযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। ভৌগোলিক অবস্থানের কারণে এ এলাকাটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ এ এলাকাটি জনজীবনে প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা । এ প্রেক্ষাপটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬’ উদ্যাপনের মাধ্যমে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares