সরাইলে জমি নিয়ে বিরোধের জের, দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

0 2

Brahmanbaria clash pic 2
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে  দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের জমাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, পাঁচ শতাংশ জমি নিয়ে জমাদারপাড়ার দুদু মিয়ার (৫০) সঙ্গে একই গ্রামের মনির হোসেনের (৪০) চার বছর ধরে বিরোধ চলছিল।সোমবার বিকাল তিনটার দিকে দুদু মিয়া বিরোধপূর্ণ জমির কাছে গেলে মনির হোসেনের বড় ভাই শাহজাহান মিয়ার (৪৫) সঙ্গে দুধু মিয়ার বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর উভয় পক্ষের লোকজন দা,বল্লম,লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নারী পুরুষ আহত হয়েছে। দুই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করে।

আহতদের মধ্যে খাদিজা বেগমকে (২৫) ও দুধু মিয়াকে জেলা সদর হাসপাতালে এবং উসমান মিয়া(৪০),আনোয়ারা বেগম (৫৫), জুম্মান মিয়া (২৫),রানা মিয়া (২৫),ফরিদ মিয়া (৪০),হুমায়ুন মিয়া (৩৫) ও শাহীন মিয়াকে (২৩) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares