সরাইলে ছাত্র দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0 2

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল সকাল থেকেই ইউনিয়ন ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল সহকারে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে।

সকাল ১১টায় উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল ও সম্পাদক আবদুল জব্বারের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সহসভাপতি মো: আনিছুল ইসলাম ঠাকুর, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এস এম তরুন দে, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সহসভাপতি এনামুল হক জুয়েল, সম্পাদক ইয়াছিন মাহমুদ, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, কলেজ ছাত্রদলের সভাপতি মুস্তাক আলম খন্দকার রিগান ও সকল ইউনিয়ন ছাত্রদল যুবদলের সভাপতি সম্পাদক।

শহীদ মিনারে সুসজ্জিত পরিবেশে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কেক কেটে আনন্দ উপভোগ করেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares