সরাইলে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

0 2

18-12-15
সরাইল কলেজ মাঠ প্রাঙ্গনে আইএফএম কৃষক মাঠ স্কুলের বিভিন্ন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় খরিপ-২/২০১৫-১৬ মৌসুমে বাস্তবায়িত মৌসুম ব্যাপী কার্যক্রমের উপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল ডিগ্রীকলেজের অধক্ষ্য মৃধা আহমাদুর কামাল, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মুছা মিয়া পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক নারায়ন ও কৃষক সহায়তাকারী সোহাগ মিয়া । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় । এর আগে মাঠ দিবস অনুষ্ঠানে বুথ স্থাপন করে স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রমের উপর প্রদর্শণী অনুষ্ঠিত হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares