সরাইলে কিশোরীর লাশ উদ্ধার

0 0

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খাদিজা বেগম (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। তিনি ওই এলাকার হাকিম মিয়ার মেয়ে।
পুলিশ বলছে, কিশোরীর পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন কিন্তু তার মৃত্যু রহস্যজনক।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, সকালে পুলিশ খবর পেয়ে গিয়ে দেখতে পায় লাশটি খাটে শোয়ানো ছিল। পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে খাটে রেখেছেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

Shares